অনলাইন ডেস্ক নিউজ :
"মানবতা বিরোধীদের প্রতিহত করি/সন্ত্রাস ও জঙ্গিবাদকে না বলি/ মুক্তিযদ্ধের চেতনায় দেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে ফেনীতে ৬ দিনব্যাপি ‘গণস্বাক্ষর কার্যক্রম ও মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী আজ সোমবার থেকে শুরু হচ্ছে। ‘বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় জাতীয় কমিটির আয়োজনে আজ সকালে ফেনী ইউনিভার্সিটিতে ‘গণস্বাক্ষর কার্যক্রম ও মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হবে।
বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কর্মসূচির তত্বাবধায়ক রোকেয়া প্রাচী তত্ত্বাবধানে কর্মসূচীতে সার্বিক সহযোগিতা করছেন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন সাজাই’। রোকেয়া প্রাচী জানান, জেলার ৬টি উপজেলায় ধারাবাহিকভাবে পালিত হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে ‘বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় জাতীয় কমিটি’ অতীতের ন্যায় সবসময় এ ধরনের কার্যক্রম সারাদেশে অব্যাহত রাখবে। তারই ধারাবাহিকতায় এ ফেনীতে এ কার্যক্রমটি পালিত হচ্ছে।